Featured Post

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত ( Eman Dipto Dastan)

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত  রাসূল সা: এরশাদ করেছেন, আল্লাহর আসমায়ে হুসনা (গুণ বাচক নাম) নিরানব্বইটি। আল্লাহ এ সকল নাম দ্বারা দোয়া চা...

amazon

Friday, June 3, 2016

চলার পথ ( কবিতা )

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

                                      চলার পথ

মানসুর মুজাম্মিল
আঁকাবাঁকা পথ নয়
সোজা পথে চলবো
দিন রাত সব কালে ভালো কথা বলবো।
মনে যতো দুঃখ থাক
হাসি মুখে থাকবো
ছোট বড়ো সাইকে ভালো নামে ডাকবো।
বাপ মার কথা মতো
সব কাজ করবো
সৎ পথে আজীবন ঠিক ঠিক
ড়বো।
http://islamicprithiby.blogspot.com/

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment