আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
নিয়ে যাই।
হযরত ফুযাইল ইবনে আয়াযকে যদি কেউ এসে বলতো যে, অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে, তখন হযরত ফুযাইল রহঃ বলতেন, আমি আমার আচরণ দ্বারা শয়তানকে নারাজ করে ছাড়বো। অতঃপর বলতেন, ইয়া আল্লাহ! ঐ ব্যক্তি যা বলেছে তা যদি সত্য হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। আর যদি সে মিথ্যা বলে থাকে তবে তাকে ক্ষমা করে দিও।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
আজকের বিষয় : ক্রোধ শয়তানরে র্সবাপক্ষো বড় ফাঁদ
একবার শয়তান হযরত ইয়াহইয়ার নিকট স্বীকার করেছিল যে, আমার সর্বাপেক্ষা বড় কার্যকর ফাঁদ হচ্ছে ক্রোধ। এই ফাঁদে ফেলেই আমি মানুষকে জাহান্নামের পথে
নিয়ে যাই।
হযরত ফুযাইল ইবনে আয়াযকে যদি কেউ এসে বলতো যে, অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে, তখন হযরত ফুযাইল রহঃ বলতেন, আমি আমার আচরণ দ্বারা শয়তানকে নারাজ করে ছাড়বো। অতঃপর বলতেন, ইয়া আল্লাহ! ঐ ব্যক্তি যা বলেছে তা যদি সত্য হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। আর যদি সে মিথ্যা বলে থাকে তবে তাকে ক্ষমা করে দিও।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment