আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।
উক্ত সূরা ফাতেহা ও অন্য সূরা মিলিয়ে পড়বে। তিন রাকাত বা চার রাকত বিশিষ্ট নামাযের মধ্যে কেই যদি এক রাকাত পায় তাহলে তার জন্য ইমামের পরে এক রাকাত পড়ে বসা ওয়াজিব নয়। তবে বসা উত্তম। তাই কেউ উক্ত বৈঠক তরক করলে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবেনা।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
প্রশ্ন : ইমামের সাথে নামাযের রাকাত ছুটে গেলে পরবর্তীতে কিভাবে আদায় করবো?
উত্তর: ছুটে যাওয়া রাকাতগুলি একাকী মুসল্লীর মতো আদায় করবে। অর্থাৎ ছুটে যাওয়া রাকাততের সংখ্যা যদি তিনের অধিক হয় তাহলে প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়বে। আর এক বা দুই রাকাত হলেও
উক্ত সূরা ফাতেহা ও অন্য সূরা মিলিয়ে পড়বে। তিন রাকাত বা চার রাকত বিশিষ্ট নামাযের মধ্যে কেই যদি এক রাকাত পায় তাহলে তার জন্য ইমামের পরে এক রাকাত পড়ে বসা ওয়াজিব নয়। তবে বসা উত্তম। তাই কেউ উক্ত বৈঠক তরক করলে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবেনা।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment