Featured Post

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত ( Eman Dipto Dastan)

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত  রাসূল সা: এরশাদ করেছেন, আল্লাহর আসমায়ে হুসনা (গুণ বাচক নাম) নিরানব্বইটি। আল্লাহ এ সকল নাম দ্বারা দোয়া চা...

amazon

Tuesday, July 14, 2015

সওয়াল ও জওয়াব : হায়েজ অবস্থায় মনে মনে অথবা উচ্চস্ব েবা ম্নিস্বরে ঠোঁট নাড়িয়ে দোয়া দরূদ বা কালেমা পাঠ করা যাবে কি না। অনেক সময় ভুলে পড়ে ফেলি এতে গোনাহ হবে কিনা

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।

প্রশ্ন : হায়েজ অবস্থায় মনে মনে অথবা উচ্চস্বরে বা নি¤œস্বরে ঠোঁট নাড়িয়ে দোয়া দরুদ বা কালেমা পাঠ করা যাবেকি না। অনেক সময় ভুলে পড়ে ফেলি এতে গোনাহ হবে কি না ?

http://islamicprithiby.blogspot.com/

 

উত্তর: ঋতুবর্তী নারী নামায, রোজা, মসজিদে প্রবেশ, বায়তুল্লাহর তাওয়াফ কুরআন তেলাওয়াত এবং স্বামী স্ত্রীর দৈহিক মিলন ছাড়া যে কেনো দোয়া দরূদসহ সব ওযিফা পড়তে পারবে। এতে কোনো গোনাহ হবে না।  হোদয়া : ১/৬৪ মেশকাত : ১/৫৭)
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment