Featured Post

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত ( Eman Dipto Dastan)

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত  রাসূল সা: এরশাদ করেছেন, আল্লাহর আসমায়ে হুসনা (গুণ বাচক নাম) নিরানব্বইটি। আল্লাহ এ সকল নাম দ্বারা দোয়া চা...

amazon

Tuesday, July 14, 2015

সওয়াল ও জওয়াব : পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম, জন্মভূমি ও দাওয়াতী এলাকা সম্পর্কে জানতে চাই?

আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি।  

 সওয়াল ও জওয়াব : পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবীর নাম, জন্মভূমি ও দাওয়াতী এলাকা সম্পর্কে জানতে চাই? 

http://islamicprithiby.blogspot.com/

 

উত্তর: আগমন ক্রমানুসারে উক্ত ২৫ জন নবীর সংক্ষিপ্ত জীবনী যথা:
১. হযরত আদম আঃ মোট জীবনকাল ১০০০ মতান্তরে ৯৬০ বৎসর। আগমনের সময় পৃথিবীর শুরু হতে ১০০০ বছর পর্যন্ত।
২। হযরত ইদরীস আঃ মোট জীবনকাল ৮৩ বৎসর। আগমকাল হযরত আদম আঃ এর কয়েক শতাব্দী হতে হযরত নূহ আঃ এর কিছু পূর্বে।
৩. হযরত নূহ আঃ এর মোট বয়স ৯৫০ এরকিছু বেশি। আগমকাল খ্রিস্টপূর্ব ৩৯০০ সন হতে খ্রিস্টপূর্ব ২৯০০ সন পর্যন্ত।
৪. হযরত হুদ আঃ মোট বয়স ১৫০ বৎসর। আগমনকাল খ্রিস্টপূর্ব ২৫০০ সন পর্যন্ত। তিনি আহকাফ এলাকায় আদ জাতির নিকট প্রেরিত হয়েছিলেন।
৫. হযরত সালেহ আঃ আয়ুকাল ৮৫ বৎসর। আগমনকাল খ্রিস্টপূর্ব ২০০০ সন হতে খ্রিস্টপূর্ব ১৯০০ সন পর্যন্ত। তিনি হিযর এলাকায় ছামূদ জাতির নিকটে প্রেরিত হয়েছিলেন।
৬. হযরত ইব্রাহীম আঃ আয়ুকাল ১৭৫ বৎসর।
৭. হযরত লূত আঃ আয়ুকাল ১৭৫ বৎসর। উভয় নবীর আগমনকাল খ্রিস্টপূর্ব ১৮৬১ সন হতে  ১৬৮৬ সন পর্যন্ত হযরত ইব্রাহীম আঃ প্রথমে বাবেল নগরী অতঃপর বায়তুল মুকাদ্দাসে আর হযরত লূত আঃ জর্দানের বর্তমান মৃত সাগরেরর আশপাশের এলাকায় প্রেরিত হন।
৮. হযরত ইসমাঈল আ. বয়স ১৪৩ মতান্তরে ১২০ বছর। আগমনকাল খ্রিস্টপূর্ব ১৭৮৯ সন হতে ১৬৩৮ সন পর্যন্ত। তিনি জুরহুম, আমালেকা ইয়ামেন অধিবাসী প্রমুখ আরব জাতির নিকট প্রেরিত হন।
৯. হযরত ইসহাক আঃ আয়ুকাল ১৮০ মতান্তরে ১৭৮ বৎসর। আগমনকাল খ্রিস্টপূর্ব ১৭৬১  সন হতে খ্রিস্টপূর্ব ১৫৮১  সন পর্যন্ত।
১০. হযরত ইয়াকুব আঃ বয়স ১১০ বছর আগমনকাল খ্রিস্টপূর্ব ১৬১০ সন হতে খ্রিস্টপূর্ব ১৫০০ সন পর্যন্ত।
১২. হযরত শুয়াইব আঃ আয়ুকাল ১০০ থেকে কম। তিনি মাদায়েনে প্রেরিত হন।
১৩. হযরত আইয়ুব আঃ আয়ুকাল ৯৬ বৎসর। উক্ত নবীদ্বয়ের আগমনকাল খ্রিস্টপূর্ব ১৬০০ সন হতে খ্রিস্টপূর্ব ১৫৫০ সন পর্যন্ত।
১৪. হযরত যুলকিফল বয়স ৭৫ বৎসর। শেষোক্ত নবীদ্বয়ের প্রেরিত অঞ্চল দামেস্ক ও তৎসংলগ্ন সিরিয়া।
১৫. হযরত মূসা আঃ বয়স ১২০ বৎসর। আগমনকাল খ্রিস্টপূর্ব ১৪৩৬ সন হতে খ্রিস্টপূর্ব ১৩১৬ সন পর্যন্ত। তিনি প্রথমে মিসর অতঃপর মাদায়েনে প্রেরিত হন।
১৬. হযরত হারুন আঃ বয়স ১২২ বছর। তিনি হযরত মূসা আঃ এর সহোদর। তারা উভয়ে একই সাথে নবুওয়তী আঞ্জাম দেন।
১৭. হযরত দাউদ আঃ বয়স ৭০ বছর। আগমনকাল খ্রিস্টপূর্ব ১০৪৩ সন হতে খ্রিস্টপূর্ব ৯৭৩ সন পর্যন্ত।
১৮. হযরত সুলাইমান আঃ আয়ুকাল ৫৩ বৎসর। আগমনকাল খ্রিস্টপূর্ব ৯৮৫ সন হতে ৯৩২ সন পর্যন্ত।
১৯. হযরত ইলিয়াস আঃ বয়স ১০০ বছরের কাছাকাছি।
২০. হযরত আল ইয়াসা আঃ বয়স ১০০ থেকে কিছু কম। উক্ত নবীদ্বয়ের আগমনকাল খ্রিস্টপূর্ব ৯ম শতাব্দীর কাছাকাছি।
২১. হযরত ইউনূস আঃ বয়স ১০০ থেকে কিছু কম। আগমনকাল খ্রিস্টপূর্ব ৮০০ এর কাছাকাছি। তিনি নিনওয়াবাসীদের নিকট প্রেরিত হন।
২২. হযরত যাকারিয়া আঃ বয়স ১২০ বছর। আগমনকাল খ্রিস্টপূর্ব ১০০সন হতে ২০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২৩. হযরত ইয়াহইয়া আঃ বয়স ৩০ বৎসর। আগমনকাল ১ খ্রিস্টাব্দ হতে ৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২৪. হযরত ঈসা আঃ বয়স ৩৩ বৎসর। আগমনকাল ১ খ্রিস্টাব্দ হতে ৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২৫. হযরত মুহাম্মদ সাঃ আয়ুকাল ৬৩ বৎসর। আগমনকাল ৫৭১ খ্রিস্টাব্দ হতে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত।

আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু  পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment