আল্লাহর গুণ বাচক নামের ফযীলত
রাসূল সা: এরশাদ করেছেন, আল্লাহর আসমায়ে হুসনা (গুণ বাচক নাম) নিরানব্বইটি। আল্লাহ এ সকল নাম দ্বারা দোয়া চাইতে আমাদেরকে আদেশ করেছেন, যে ব্যক্তি এ নিররানব্বইটি নাম মুখস্ত করে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে।অন্য রেওয়ায়েতে আছে, যে ব্যক্তি এ নাম সমূহ মুখস্ত করবে ( এবং সর্বদা পাঠ করবে) সে নিশ্চয় বেহেশতে প্রবেশ করবে।
আল্লাহর আসমায়ে হুসনা বা গুন বাচক নামের বিবরন দিয়ে কোরআনে এরশাদ হয়েছে : আল্লাহর সকল নামই ভাল, সুতরাং সকল নাম দ্বারাই তাকে ডাক।
আল্লাহর আসমায়ে হুসনা কেবল নিরানব্বই নামের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কোরআন হাদীসে এ নিরানব্বই নাম ব্যতীত আরো কিছু নামের উল্লেখ পাওয়া যায়। যেমন গাফেরু। আল্লাহর এ নামটি আলোচ্য নিরানব্বই নামের মধ্যে নেই। অথচ পবিত্র কোরআনে এ নামটি উল্লেখ আছে সুতরাং কোরআন হাদীসে আল্লাহর যে নামই পাওয়া যাবে সে নামই উক্ত বর্ণিত গুনবাচক নামের অন্তর্ভুক্ত হবে। অবশ্য কোরআন হাদীসের প্রমান ছাড়া নিজের পক্ষ হতে কোন নাম বানিয়ে তা আল্লাহর নাম হিসাবে ব্যবহার করা জায়েয নয়। এখানে আল্লাহর নিরানব্বইটি গুনবাচক নাম, উল্লেখ করা হলো।
১. আল্লাহ- আল্লাহ পাকের নাম।
২. আর রাহমানু- দয়াময়।
৩. আর রাহীমু- অতি দয়ালু।
৪. আল মালিকু- বাদশাহ।
৫. আল কুদ্দুসু- অতি পবিত্র।
৬. আস্ সালামু- শান্তিদাতা।
৭. আল মু’মিুনু- রেহাইদাতা।
৮. আল্ আজীজু- পরাক্রমশালী।
৯. আল মুহাইমিনু- রক্ষাকারী।
১০.আল জাব্বারু- ক্ষমতাশালী।
১১. আল মুতাকাব্বিরু-গৌরবান্বিত।
১২. আল খালিকু- সৃষ্টিকর্তা।
১৩. আল বারিউ- সৃষ্টিকর্তা
১৪. আল মুসাউইরু- আকৃতি গঠন কর্তা।
১৫. আল গাফফারু- গোনাহ ক্ষমাকারী।
১৬. আল কাহহারু- মহা শাস্তিদাতা।
১৭. আল ওয়াহহাবু- দাতা।
১৮. আর রাজ্জাকু- রিজিকদাতা।
১৯. আল ফাত্তাহু- বিজয়দাতা।
২০. আল আলীমু- সর্বজ্ঞ।
২১. আল ক্বাবিজু- আয়ত্বকারী।
২২. আল বাসিতু- প্রসার কারী।
২৩. আল খাফিজু- পানকারী।
২৪. আররাফিউ- উন্নতি দানকারী।
২৫. আল মুইজ্জু- ইজ্জত দানকারী।
২৬.আল মুজিল্লু- অপমান প্রদানকারী।
২৭. আছ্ছামীউ- শ্রবণকারী।
২৮. আল বাসীরু- সর্বদর্শী।
২৯. আল হাকামু- হুকুম দানকারী।
৩০. আল লাতীফু- সুক্ষèদর্শী।
৩১. আল খাবীরু- সর্বজ্ঞানী।
৩২. আল হালীমু- ধৈর্যশীল।
৩৩. আল আজীমু- মহান।
৩৪. আল গাফুরু- ক্ষমাশীল।
৩৫. আশ শাকুরু- কৃতজ্ঞতা পছন্দকারী।
৩৭. আল আলীয়্যু- সুউচ্চ, উন্নত।
৩৮. আল কাবীরু-বড়, গৌরবান্বিত।
৩৯.আল হাফীজু- রক্ষা কর্তা।
৪০. আল মুক্বীতু- আহার দানকারী।
৪১. আল হাসীবু- হিসাব পরীক্ষক।
৪২. আল জালীলু- মহিমান্বিত।
৪৩. আল কারীমু- অনুগ্রহকারী।
৪৪. আর রাক্বীবু- নিরীক্ষনকারী।
৪৫. আলমুজীব- দোয়া কবুলকারী।
৪৬. আল ওয়াসিউ- অসীম।
৪৭. আল হাকীমু- হেকমতওয়ালা।
৪৮. আল ওয়াদুদু- শ্রেষ্ঠ বন্ধু।
৪৯. আল মাজীদু- বুজুর্গী ওয়ালা।
৫. আল বায়ি’ছু- পুনরুত্থানকারী।
৫১. আশ শাহিদু- সর্বদা বিদ্যমান।
৫২. আল হাক্কু- সত্য।
৫৩. আল ওয়াকীলূ- কার্যকারক।
৫৪. আল ক্বাভিয্যু- শক্তিশালী।
৫৫. আল মাতীনু- অটল।
৫৬. আল ওয়ালিয্যু- বন্ধু, অভিভাবক।
৫৭. আল হামীদু- প্রশংসিত।
৫৮.আল মুহছী- বেষ্টনকারী ও গণনাকারী।
৫৯. আল মুবদিউ- আদী, দৃষ্টিকারী।
৬০. আল মৃঈ’দু- পুনরায় সৃষ্টিকারী।
৬১. আল মুহইয়ু- জীবনদাতা।
৬২. আল মুমীতু- মৃত্যু দাতা।
৬৩. আল হাইয্যু- চিরঞ্জীব।
৬৪. আল ক্বাইয়্যুমু- চিরস্থায়ী।
৬৫. আল মাজিদু- গৌরবময়।
৬৬. আল ওয়াজিদু- অস্তিত্ব দানকারী।
৬৭. আল ওয়াহিদু- একক।
৬৮. আসসামাদু- অমুখাপেক্ষী।
৬৯. আল ক্বাদিরু- শক্তিশালী।
৭০. আল মুক্বাতাদিরু- ক্ষমতাশালী।
৭১. আল মুক্বাদ্দিমু- অগ্রগামী।
৭২.আলমুআখ্খিরু- অবনতি দাতা।
৭৩. আল আউয়্যালু- অনাদি।
৭৪. আল আখেরু- অনন্ত।
৭৫. আজ জাহিরু- অনন্ত।
৭৫. আজ জাহিরু- প্রকাশ্য।
৭৬. আল বাতিনু- অপ্রকাশ্য।
৭৭. আল ওয়ালী- মালিক, কর্তা।
৭৮. আল মুতাআলি- উচ্চ হতে উচ্চ।
৭৯. আল বাররু-পরম উপকারী।
৮০. আত তাওয়াবু- তওবা কবুলকারী।
৮১. আল মুনতাক্বিমু- অপরাধীর শাস্তি বিধানকারী
৮২. আলা’ফুওউ- ক্ষমাকারী।
৮৩. আর রাউ’ফু- ¯েœহপরায়ন।
৮৪. মালিকুল মুলকি- সমগ্র পৃথিবীর মালিক।
৮৫. ইয়া জালজালালি ওয়াল ইকরাম- হে মর্যাদাশীল ও মহিমাময়।
৮৬. আল মুক্বসিতু- ন্যায় বিচারকারী।
৮৭. আল জামিউ- সকলকে একত্রকারী।
৮৮. আল গানিয়্যু- ধনী।
৮৯. আল মুগনী- সম্পদ দানকারী।
৯০. আল মানিউ- প্রতিরোধক।
৯১. আযযাররু- ক্ষতিগ্রস্ত করার মালিক।
৯২. আন নাফিউ- সুফল প্রদানকারী।
৯৩. আননূরু- জ্যোর্তিময়।।
৯৪. আল হাদী- হেদায়েত দানকারী।
৯৫. আল বাদীউ- নমুনা ছাড়া সৃষ্টিকারী।
৯৬. আল বাক্বী- চিরস্থায়ী।
৯৭.মআল ওয়ারিছু- সকলের উত্তরাধিকারী।
৯৮. আর রাশীদু- সৎ পথ প্রদর্শক।
৯৯. আসসাবূরু- সহনশীল।
No comments:
Post a Comment