প্রশ্ন : ক. ইমাম সাহেব সম্পূর্ণ মেহরাবের ভিতর দাড়িয়ে নামায পড়ালে কোনো অসুবিধা আছে কি?
খ.জুমুআর খুতবার সময় মুক্তাদীগণকে তাশাহহুদের মত বসতে হবে না অন্য ভাবেও বসা যাবে?
গ. হিলফুল ফুযুল সংগঠনটি কার নেতৃতে প্রতিষ্ঠা লাভ করে। এবং তার নীতিমালা কি ছিলো?
ঘ. হজ্ব বা ওমরা করেন নি কিন্তু তিনি আলেম বা আলেম নন। এমন ব্যক্তিকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে কি না?
উত্তরঃ ক. না, এতে কোনো সমস্যা হবে না। তবে একেবারে ভিতরে দাঁড়ানো সুন্নত মনে করা ভুল। (রদ্দুল মুহতার ১/৫৬৮, হিন্দিয়া, ১/৮৯)
খ. সুবিধামত যে কোনো সূরতে বসতে পারবে।
গ. রাসূলুল্লাহ সাঃ এর পরামর্শক্রমে নিম্নের চারটি চুক্তির উপরে একটি দল গঠন করা হয়। চুক্তিগুলো
যথা : ১. আমরা দেশ থেকে অশান্তি দূর করবো।
২. আমরা পথচারী মুসাফিরদের রক্ষা করবো।
৩. আমরা দুস্থ ও অভাবীদের সাহায্য করবো।
৪. আমরা সবলদেরকে দুর্বলদের উপর অত্যাচার করা থেকে বিরত রাখবো। বনী হাশেম মুত্তালেব, আসাদ, যহরা ও তামীম গোত্রগুলো উক্ত দলের সদস্য ছিলো।
ঘ. হ্যাঁ, এমন ব্যক্তিকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে যিনি হজ্বের বিধি-বিধানগুলো সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম। চাই তিনি আলেম হোক বা না হোক এবং পূবে হজ্ব ওমরা করুক বা না করুক। (রদ্দুল মুহতার : ২/৬০৩. হিন্দিয়া: ১/২৫৭, আহসানুল ফাতাওয়া : ৪/৫১২)
খ.জুমুআর খুতবার সময় মুক্তাদীগণকে তাশাহহুদের মত বসতে হবে না অন্য ভাবেও বসা যাবে?
গ. হিলফুল ফুযুল সংগঠনটি কার নেতৃতে প্রতিষ্ঠা লাভ করে। এবং তার নীতিমালা কি ছিলো?
ঘ. হজ্ব বা ওমরা করেন নি কিন্তু তিনি আলেম বা আলেম নন। এমন ব্যক্তিকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে কি না?
উত্তরঃ ক. না, এতে কোনো সমস্যা হবে না। তবে একেবারে ভিতরে দাঁড়ানো সুন্নত মনে করা ভুল। (রদ্দুল মুহতার ১/৫৬৮, হিন্দিয়া, ১/৮৯)
খ. সুবিধামত যে কোনো সূরতে বসতে পারবে।
গ. রাসূলুল্লাহ সাঃ এর পরামর্শক্রমে নিম্নের চারটি চুক্তির উপরে একটি দল গঠন করা হয়। চুক্তিগুলো
যথা : ১. আমরা দেশ থেকে অশান্তি দূর করবো।
২. আমরা পথচারী মুসাফিরদের রক্ষা করবো।
৩. আমরা দুস্থ ও অভাবীদের সাহায্য করবো।
৪. আমরা সবলদেরকে দুর্বলদের উপর অত্যাচার করা থেকে বিরত রাখবো। বনী হাশেম মুত্তালেব, আসাদ, যহরা ও তামীম গোত্রগুলো উক্ত দলের সদস্য ছিলো।
ঘ. হ্যাঁ, এমন ব্যক্তিকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে যিনি হজ্বের বিধি-বিধানগুলো সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম। চাই তিনি আলেম হোক বা না হোক এবং পূবে হজ্ব ওমরা করুক বা না করুক। (রদ্দুল মুহতার : ২/৬০৩. হিন্দিয়া: ১/২৫৭, আহসানুল ফাতাওয়া : ৪/৫১২)
No comments:
Post a Comment