জিকিরের ফযীলত
পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জিকিরের ফযীলতের কথা উল্লেখ করা হয়েছে।এরশাদ হয়েছে : সুতরাং তোমরা আমাকে স্মরণ করতে থাক, আমিও তোমাদেরকে স্মরণ করতে থাকব।
অন্যত্র এরশাদ হয়েছে : হে ঈমানদারগণ ! তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ কর।
একদা জনৈক ছাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল। ইসলামের নফল এবাদত বহু দেখছি,
আপনি আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যেন আমি শুধু তার উপরই নির্ভর করতে পারি। রাসূল (সাঃ) এরশাদ করেছেন, তোমার জিহবা সর্বদা আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখ। -তিরমিজী, ইবনে মাজা।
হাদীসে কুদসীতে হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহ এরশাদ করেন, “আমি বান্দার ধারণা অনুযায়ী, সে আমাকে যেরূপ ধারণা করে আমি ঠিক তদ্রƒপ। যখন সে আমাকে স্মরণ করে, আমিও তাঁর সঙ্গী হই। অর্থাৎ তখন আমার রহমত তাঁর উপর ছায়া বিতরণ করতে থাকে। যদি সে আমাকে অন্তরে অন্তরে স্মরণ করে, আমিও তাঁকে উত্তম মাহ্ফিলে অর্থাৎ ফেরেশতাদের মজলিসে স্মরণ করে থাকি“। -বোখারী, মুসলিম, তিরমিজী, নাসাই।
বোখারী শরীফে হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত অপর একটি হাদীসের বিবরণ এরূপ-আল্লাহর কতক ফেরেশতা জিকিরকারী বান্দাদেরকে অনুসন্ধান করতে থাকে, যখন তাঁরা জিকিরের মজলিসের সন্ধান পায়, তখন পরস্পরে একে অন্যকে ডেকে বলতে থাকে, তোমরা যে উদ্দেশ্য নিয়ে আগমন করেছ তা এখানে। আল্লাহর হাবীব (সঃ) এরশাদ করেন, অতঃপর ফেরেশতাগণ আপন আপন ডানা দ্বারা ঐ জিকিরকারী লোকদেরকে ঘিরে থাকে।
হযরত মোয়াজ ইবনে জাবাল (রাঃ) বলেন, যে কথাবার্তার পরে রাসূল (সঃ)-এর সঙ্গে আমার শেষ বিদায় হয়েছিল তা এই, আমি তার খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ! (সঃ) আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল কি? জবাবে তিনি এরশাদ করেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময় যেন জিহবা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে।
এটাই তাঁর নিকট সবচেয়ে প্রিয় আমল।
হযরত আব্দুল্লাহ ইবনে শফিক (রাঃ) হতে বর্ণিত হাদীসে আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর জিকিরে মগ্ন থাকে ততক্ষণ তাঁরা আল্লাহর হেফাজতে অবস্থান করে। যখন আল্লাহর জিকির হতে গাফেল হয়ে যায় তখনই শয়তান তাদেরকে নানারূপে প্রতারণা ও কুমন্ত্রণা দানে আত্মনিয়োগ করে, অপরাধ ও পাপের দিকে পরিচালনার চেষ্টা করে।
আল্লামা শায়েখ আলী মোত্তাকী (রহঃ) বর্ণনা করেছেন, জিকির এমন কাজ, যা দ্বারা মানুষ ভুল ও আলস্য থেকে মুক্তিলাভ করে এবং জিকির এর উত্তম নিয়ম হল দিল ও জিহবা উভয় দ্বারা আল্লাহকে স্মরণ করা। উভয় দ্বারা সম্ভব না হলে অন্তর দ্বারাই করা উত্তম।
হযরত আবু মুছা আশআরী (রাঃ) হতে বর্নিত হাদীসে জিকির হলো জিকির কারীর হৃদয়ের জীবন স্বরূপ এবং জিকিরশুন্য হৃদয় মৃত সদৃশ। যেমন জীবিত ব্যক্তি তাঁর অমূল্য জীবনের বিনিময়ে কত কাজ সম্পন্ন করে, তদ্রƒপ জিকিরকারী ব্যক্তি তাঁর জিকির দ্বারা অসীম ফায়দা হাসিল করে। পক্ষান্তরে অলস ব্যক্তি মৃতের ন্যায়, কোন কাজই করতে পারে না।
No comments:
Post a Comment