Featured Post

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত ( Eman Dipto Dastan)

আল্লাহর গুণ বাচক নামের ফযীলত  রাসূল সা: এরশাদ করেছেন, আল্লাহর আসমায়ে হুসনা (গুণ বাচক নাম) নিরানব্বইটি। আল্লাহ এ সকল নাম দ্বারা দোয়া চা...

amazon

Monday, June 20, 2016

আল্লাহর নিরানব্বই নামের ফযীলত


আল্লাহর নিরানব্বই নামের ফযীলত


১.আল্লাহ -আল্লাহ পাকের নাম
ফযীলত : যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রতিদিন হাজার বার পাঠ করবে আল্লাহ তাঁকে পূর্ণ এক্বীন ও বিশ্বাস দান করবেন। যে ব্যক্তি শুক্রবার জুমার নামাযের পূর্বে পাক-পবিত্র হয়ে এ নামটি নির্জনে
দুইশত বা পঠ করবে, আল্লাহ তাঁর আশা পূর্ণ করবেন। যত বড় কঠিন কাজই হোক না কেন তাঁর জন্য এটা সহজ হয়ে যাবে। যদি কোন দুরারোগ্য রোগীর চিকিৎসা করে ডাক্তার পর্যন্ত নিরাশ হয়ে যায়, এমন রোগীর উপর এ এসমটি পাঠ করে দম করলে যদি তাঁর মৃত্য্যু উপস্থিত না হয়ে থাকে তবে আল্লাহর হুকুমে সে আরোগ্য লাভ করবে।

No comments:

Post a Comment