আসসালামু আলইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভালো থাকাটা সকলের প্রত্যাশা। আমি শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে-তাদের ঘিরে কতই না প্রশ্ন মনে ভির করে। প্রশ্নগুলো অনেক সময় সহজ মনে হলেও বিজ্ঞানসম্মত উত্তর আর মেলে না। প্রাত্যহিক জীবনের এমনই কিছু প্রশ্ন আর তার উত্তর নিয়ে আমি আজ লিখছি। সওয়াল ও জওয়াব : দুঃস্বপ্ন দেখলে করণীয়।
আজকের প্রশ্ন : আমি ইদানিং স্বপ্নে আামর কোনো আত্মীয় স্বজন অথবা পরিচিত জনের মৃত্যুর সংবাদ শুনে ভীতিসন্ত্রস্ত অবস্থায় জেগে উঠি। অতঃপর দোয়া দরূদ পড়ে বিপদাপদ থেকে পানাহ চাই। অবশ্যই শোয়ার পূর্বে আমি আয়াতুল কুরসি পড়ে বাড়িঘর বন্ধ করে ঘুমাই। এর কারণ বা ব্যাখ্যা কি জানতে চাই?উত্তর ভীতিকর ও খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এ ক্ষেত্রে করণীয় হলো জাগ্রত হওয়ার সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে বাম পাশে তিনবার থুথু নিক্ষেপ করবে এবং স্বপ্নের কথা কাউকে বলবে না তাহলে ইনশাআল্লাহ উক্ত স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারী, মুসলিম, মেশকাত : ২/৩৯৪)
হযরত ফুযাইল ইবনে আয়াযকে যদি কেউ এসে বলতো যে, অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে, তখন হযরত ফুযাইল রহঃ বলতেন, আমি আমার আচরণ দ্বারা শয়তানকে নারাজ করে ছাড়বো। অতঃপর বলতেন, ইয়া আল্লাহ! ঐ ব্যক্তি যা বলেছে তা যদি সত্য হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। আর যদি সে মিথ্যা বলে থাকে তবে তাকে ক্ষমা করে দিও।
আজকের মতো এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নতুন কিছু পেতে নিয়মিত আমার সাইটিতে ভিসিট করুন। পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment